বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
পুলিশও জনতার খণ্ডযুদ্ধে আহত এক পুলিশ কর্মী। লকডাউন মানা চলবে না , বাড়িতে না থেকে রাস্তায় আমরা বেরোবো । এই মনোভাব নিয়ে আসাম ত্রিপুরা সীমান্তে একাংশ যুবক যখন এখানে ওখানে বসে আড্ডা দিচ্ছিল সঙ্ঘবদ্ধ হয়ে, তখন পুলিশ তাদেরকে ধাওয়া করতে গেলে পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে এলাকার একাংশ যুবক। আসাম ত্রিপুরা সীমান্তের অলিগলি সড়কগুলো উত্তর ত্রিপুরা পুলিশ প্রশাসন এবং জেলাশাসকের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। তাতেই যেন একাংশ যুবকের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। সীমান্ত এলাকা গুলিতে পুলিশ এবং টিএসআর বাহিনীর টহল চলছে যাতে করে আসামের কোন মানুষ ত্রিপুরায় প্রবেশ করতে না পারে। কিন্তু আসামের মানুষ ক্ষুব্দ না হয়ে উল্টো ত্রিপুরা রাজ্যের বসবাসকারী সীমান্ত এলাকার একাংশ জনগণ ও ঊশৃংখল যুবক ক্ষোভ প্রকাশ করতে থাকে পুলিশের প্রশাসনের বিরুদ্ধে। শনিবার কুর্তি মধ্য রাজনগর এলাকায় একাংশ যুবক বিনা কারণে রাস্তায় বসে আড্ডা দিচ্ছিল । পুলিশ তাদেরকে ধাওয়া করলে, কিছু উশৃংখল যুবক সেখানে কর্তব্যরত পুলিশ ও টিএসআর জওয়ানদের উপর লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তাতে সঙ্গে সঙ্গে কদমতলা থানার কনস্টেবল আঙ্কর আলী আহত হয়। সেখান থেকে তাকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। বর্তমানে সে আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহাকুমার পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব , কদমতলা আর ডি ব্লকের বিডিও কমল দেববর্মা। এলাকায় মোতায়েন করা হয় শতাধিক টিএসআর জওয়ান। এই বিষয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান অন্ধকারে ঢিল ছোরা হয়েছে পুলিশকে লক্ষ্য করে। এতে এক পুলিশ কর্মী আহত হয়েছে। এইদিকে রাতেই পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে আটক করার জন্য ময়দানে নামে। এবং এক যুবককে আটক করে। ধৃত যুবকের নাম রাজিবুল আলম । দক্ষিণ কদমতলার রাজিবুল আলম , বর্তমানে সে কুর্তি মধ্য রাজনগর থাকে। সেই রাতের অন্ধকারে পুলিশকে লক্ষ্যকরে ঢিল ছোড়ে। তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।