বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে শপথ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত আই.এ.এস অফিসার জি কামেশ্বর রাও। বৃহস্পতিবার পুরাতন রাজভবনের দরবার হলে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে অবসরপ্রাপ্ত আই.এ.এস অফিসার জি কামেশ্বর রাও-কে অনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রমেশ বৈশ। উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, আইন মন্ত্রী রতন লাল নাথ, রাজ্যের মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শপথ গ্রহণ শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হন রাজ্যের নয়া তথ্য কমিশনার জি কামেশ্বর রাও। তিনি জানান কোন ব্যক্তি যদি কোন দপ্তরের নিকট কোন বিষয়ে তথ্য জানার জন্য আবেদন করে। এবং সংশ্লিষ্ট দপ্তর যদি তথ্য না দেয় তাহলে ঐ ব্যক্তি তথ্য কমিশনারের নিকট আবেদন জানাতে পারে। তথ্য কমিশনার হিসাবে তিনি স্বচ্ছতার সাথে ঐ ব্যক্তিকে তথ্য প্রদানের ব্যবস্থা করবেন। তিনি আরও জানান জনগণকে কোন দপ্তরের আধিকারিক যদি সঠিক তথ্য প্রদান না করে, তবে আইন মোতাবেক শাস্তির বিধান রয়েছে।