ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকরমাইকোসিস ছড়িয়ে পরা নিয়ে প্রশ্ন তুললেন এমসের চিকিৎসক উমা কুমার। স্টেরয়েড নয়, মুমূর্ষু করোনা রোগীর জন্য ব্যবহৃত ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেনের কারণে তাঁদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকরমাইকোসিস ছড়িয়ে পড়ছে বলে সন্দেহ করছেন এমসের চিকিৎসক উমা কুমার।
ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পিছনে মূলত করোনা আক্রান্তকে অতিমাত্রায় স্টেরয়েড ব্যবহারকে এত দিন দুষে এসেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, করোনা আক্রান্তদের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করলেই শরীরে ব্লাড সুগার লাফ দিয়ে বাড়তে শুরু করে। যা পরবর্তী সময়ে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে ডেকে আনার পথ করে দেয়। কিন্তু আজ নতুন জল্পনা উস্কে দিয়েছেন এমসের রিউমেটোলজি বা বাতসংক্রান্ত বিভাগের চিকিৎসক উমা কুমার। করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় গত এক মাসে শিল্প ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেনকে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।এই নিয়ে উমার কুমারের প্রশ্ন, শিল্প ক্ষেত্রের অক্সিজেন মানবদেহে ব্যবহার করাতে এ ভাবে ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়ছে না তো?
আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও আইসিএমআর সংস্থার উদ্দেশে উমার টুইট, “লক্ষাধিক বাতের রোগীর উপরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্টেরয়েড ব্যবহার করেছি। কিন্তু গত কয়েক সপ্তাহের মতো মিউকরমাইকোসিসের রোগী দেখিনি। কোভিডের কারণে আক্রান্ত ব্যক্তির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়াতেই কি মিউকরমাইকোসিস-কে ডেকে আনছে? নাকি হঠাৎ করে চাহিদা মেটাতে শিল্পক্ষেত্রের অক্সিজেন স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহার করার ফলে মিউকরমাইকোসিস ছড়াচ্ছে বলে প্রশ্ন করেছেন উমা কুমার।