সর্বশেষ সংবাদ >>

ফের নিম্নমুখী আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। আশা জাগিয়ে দেশে বাড়ছে সুস্থতার হার।

T24x7 প্রতিনিধি22/05/2021ত্রিপুরা

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। শুক্রবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন ছিল কম। শুক্রবার ২ লক্ষ ৫৯ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও । শুক্রবার যেখানে৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছিল সেখানে শনিবারের রিপোর্ট গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪ হাজার ১৯৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হওয়া নিঃসন্দেহে আশার জাগিয়েছে দেশবাসীর মনে। তাছাড়া এদিন সুস্থতার হারও সামান্য বেড়েছে। শুক্রবারের সুস্থতার সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। শনিবার এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। দৈনিক আক্রান্তের থেকে এদিনও সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি।

এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে। শুক্রবার দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ৩০লক্ষ ২৭ হাজার ৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেস হয়েছে ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজার ৩৬৫ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জনের। মোট ১৯ কোটি ৩৩ লক্ষ ৭২ হাজার ৮১৯ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।