সর্বশেষ সংবাদ >>

অবস্থা আপাতত স্থিতিশীল, জানালেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।

T24x7প্রতিনিধি13/08/2020ত্রিপুরা

আরও সংকটজনক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বুধবার তাঁর শারিরীক অবস্থার আরও অবনতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। এই নিয়ে উদ্বেগে রয়েছে গোটা পরিবার। মস্তিষ্কে ক্লট ছিল । আর সেই কারণেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার করা হয়েছিল।হাসপাতালে তিনি ভর্তি হতেই জানা যায় যে তিনি করোনা আক্রান্ত। এরপর অস্ত্রোপচার সফল হলেও, এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। এদিন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান যে, হেমোডায়নামিক্যালি স্থিতিশীল। যে যান্ত্রিক সাপোর্ট তাঁকে চিকিৎসায় দেওয়া হচ্ছে, তাতে তিনি স্থিতিশীল আপাতত। অভিজিৎ মুখোপাধ্যায় এদিন বাবার দ্রুত আরোগ্য কামনা করে একটি টুইট করেন। উল্লেখ্য, বাড়ির শৌচালয়ে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। গত সোমবার দুপুর একটা নাগাদ তাঁকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে আনা হয়। সেখানে অন্যান্য টেস্টের সঙ্গে তাঁর করোনা টেস্টও হয়ে। সেই রিপোর্ট পজিটিভ আসে। পাশাপাশি অন্যান্য পরীক্ষায় দেখা যায় তাঁর মস্তিস্কের একটি জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচার করে সেই রক্ত বের করা হয়। তার পর থেকেই ক্রমশ খারাপ হচ্ছিল প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি।