সর্বশেষ সংবাদ >>

অল্পের জন্য প্রাণে বাঁচলো বিমান যাত্রী ও কর্মী সহ মোট ১৪০ জনের।

T24X7প্রতিনিধি04/05/2019TRIPURA

অল্পের জন্য রক্ষা পেলেন বোয়িং ৭৩৭-এর আরোহীরা। অবতরণের পর রানওয়েতে পিছলে বিমান গিয়ে পড়লো নদীতে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বিমানের যাত্রী ও কর্মীরা। শুক্রবার রাতে আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে ঘটে এই ঘটনা। যতটুকু খবর মায়ামি ইন্টারন্যাশনাল সংস্থার বিমানটি কিউবার গুয়ান্তানামো বে-র নৌসেনা ঘাঁটি থেকে ফ্লোরিডার দিকে রওনা দিয়েছিল। এই বিমানটিতে ১৩৬ জন যাত্রী ছিল। স্থানীয় সময় রাত ৯টা ৪০ নাগাদ বিমানটি ফ্লোরিডার জ্যাকসনভিলের সন্নিকটে নৌসেনা ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে।অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি। চেষ্টা করেও বিমান নিয়ন্ত্রণে রাখতে পারেনি পাইলট। বিমানটি সোজা গিয়ে পড়ে পাশের সেন্ট জন’স নদীতে। এই দুর্ঘটনার বিষয়ে বোয়িং কর্তৃপক্ষের তরফে তেমন কিছু জানানো হয়নি। তবে দুর্ঘটনার খবরটি তাঁরা পেয়েছে বলে জানিয়েছে।