বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
মার্কিন নির্বাচন দোড়গোড়ায়। নভেম্বরের এই মহারাজনৈতিক সমারোহ নিয়ে গোটা আমেরিকা উত্তেজনার ফুটতে শুরু করে দিয়েছে। এমন এক পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের তরফে বিবেচিত হয়েছে কমলা হ্যারিসের নাম। এদিকে ভারতীয় বংশোদ্ভূত কমলাকে নিয়ে তাঁর কাকার স্মৃতি চারণায় একাধিক বিষয় উঠে এল। ভাইঝির কথা এক ভারতীয় সংবাদমাধ্যমকে এদিন জানান কমলার কাকা বালাচন্দ্রন। কমলার কাকা জানান, চিরকালই কমলা মানাবাধিকারকে ভারতীয় হওয়ার আবেগের থেকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। পাশাপাশি বালাচন্দ্রনের দাবি, কমলা একজন সেনেটার হিসাবে এরাই ভারত-মারকিন সম্পর্ককে ঘুরিয়ে দিতে পারবেন না, যদি তিনি জেতেনও। তবে মানবাধিকার ও জনতার অধিকার কমলার কাছে চিরকালই গুরুত্বের। তবে তাঁর আশা কমলা মার্কিন নির্বাচনে বড় ছাপ ফেলবেন। কমলার পরিবারের সকলে সেই ছোট্ট কমলাকেই মনে করে চলেছেন। উল্লেখ্য, কমলার মা শ্যামলা গোপালন ১৯ বছর বয়সে মার্কিন মুলুকে পাড়ি দেন। গানে নিজের কেরিয়ার গড়তেই সেখানে যান শ্যামলা তারপর জ্যামাইকার বাসিন্দা ডোনাল্ড হ্যারিসের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর কোল আলো করে আসেন কমলা। যাঁকে নিয়ে স্বপ্ন দেখে গোটা পরিবার।