বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
করোনায় গ্রাসে গোটা স্পেন। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দেশের এক রাজকুমারী। ৮৬ বছর বয়সি ওই রাজকুমারীর নাম মারিয়া টেরেসা। তিনি বোরবন পারমার রাজবংশের সদস্য ছিলেন। মৃত রাজকুমারী স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠের দূর সম্পর্কের বোন হন। আরানজুয়েজের ডিউক এবং মৃতের ভাই রাজকুমার সিক্সটো এনরিকে ফেসবুকে এই খবর জানিয়েছেন। তবে স্পেনের রাজার বংশধর হলেও রাজকুমারী মারিয়া টেরেসা প্যারিসে মারা গিয়েছেন।স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠেরও করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছিল। যদিও পরীক্ষার ফল নেগেটিভ আসে। রাজকুমারী মারিয়া ফ্রান্সেই পড়াশোনা করেছেন। প্যারিসেই তিনি অধ্যাপনা করতেন। মাদ্রিদের একটি বিশ্ববিদ্যালয়েও সমাজতত্ত্ব নিয়ে পড়াতেন তিনি। তিনি সমাজসেবার সঙ্গেও যুক্ত ছিলেন। বরাবরই চাঁচাছোলা কথা বলতে ভালবাসতেন। সেই কারণ 'রেড প্রিন্সেস' নামে জনপ্রিয় ছিলেন তিনি। শুক্রবারই মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।করোনা ভাইরাস সংক্রমণে স্পেনে এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪ হাজার।