সর্বশেষ সংবাদ >>

অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।

T24x7 প্রতিনিধি30/05/2021ত্রিপুরা

অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর এক স্নাতক শিক্ষক। নাম হিমাংশু সূত্রধর। চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক বাড়ি টাউন প্রতাপগড় রাম ঠাকুর সংঘের নিকট (বনমালী পুর বিধানসভা কেন্দ্র )।  বিগত পনেরো মাস যাবৎ চাকরিচ্যুত হন।  চাকরিচ্যুত হওয়ার ফলে হতাশা, মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার ফলে,গত মাস সাতেক ধরে গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে পরেন তিনি। চাকরিচ্যুত ফলে পরিবার পরিজনদের প্রতি পালন করাই যেখানে কষ্ট সাধ্য, সেখানে এই দুরারোগ্য রোগের চিকিত্সা করানো অসম্ভব।প্রচন্ড আর্থিক অভাব অনটনের মধ্যে দিন কাটছে পুরো পরিবারের। তার উপর উনার এই দুরারোগ্য রোগ। উনার এক ছেলে এবং এক মেয়ে বড় ছেলে প্যারা মেডিকেল কলেজে পড়াশোনা করত কিন্তু আর্থিক অনটনের কারণে পড়াশোনা পর্যন্ত ছাড়তে হলো তাদের। উনার ছোট্ট একটি মেয়ে আছে তারও হার্টে একটি ফুটো রয়েছে।এই অবস্থায় তিনি রাজ্য সরকারের কাছে আবারো বিনম্রভাবে আবেদন করলেন যাতে উনার সংসার প্রতি পালনের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।