সর্বশেষ সংবাদ >>

করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।

T24x7 প্রতিনিধি22/05/2021ত্রিপুরা

বর্তমানে রাজ্যে চলছে করুনা কারফিউ। বিনা কারনে ঘর থেকে বের হওয়া নিষেদ। কারন অযাথা বের হলে বাড়তে পারে করোনা সংক্রমনের ঝুঁকি। কিন্ত প্রয়োজনে বাড়ী থেকে বের হয়ে হতাশ হয়ে বাড়ী ফিরে আসতে হচ্ছে এক দল লোকের। হতাশার কারন তাদের রুজগার বন্ধ। তারা রাজধানী আগরতলার দিন মজুর। যাদের কাধে ভর দিয়ে বিকশিত হয় মানব সভ্যতা। সকাল বেলা আটটা নয়টা নাগাদ বটতলা এলাকায় গেলে দেখা যায় এক দল নারী পুরুষ বসে আছে শনিতলায়। তারা শহর আগরতলার শহরতলী থেকে দিন মজুরি কাজের আশায় আসেন তিলোত্তমা রাজধানীতে। কিন্ত করোনা কালে তাদের অবস্থা বেহাল। এমন আছেন অনেকে ভাড়া থাকে দিন মজুরি করেন। তারা কাজ না পেয়ে অসায়ের মত দিন যাপন করছেন। বাড়ীর লোকেদের অন্ন জোগার করার মত অবস্থা নেই তাদের। কারন করোনার ভয়ে বাড়ীতে কাজ করাতে চাইছে না। তার উপর করোনা কারফিউ।  এমত অবস্থায় প্রভাবে হতদরিদ্র দিনমজুরদের অবস্থা খুবই খারাপ।প্রত্যেকদিন আসেন কাজের জন্য কাজ না পেয়ে মুখ ফিরিয়ে চলে যান বাড়ি। এখন অব্দি সরকারি কোন ধরনের সাহায্য না পেয়ে হতাশায় ভুগছে এই দিন মজুরির শ্রমিকরা। এমন কী স্বাচ্ছাসেবী কোন সংগঠন ও তাদের খোঁজ খবর নিচ্ছেনা। তাই আগামী দিনে পরিবারের মুখে অন্ন কী ভাবে তুলে দিবেন তা নিয়ে হতাশায় ভুগছে শহর আগরতলার দিন মজুরেরা।