সর্বশেষ সংবাদ >>

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন স্পেনের রাজকুমারী।

T24x7 প্রতিনিধি29/03/2020ত্রিপুরা

করোনায় গ্রাসে গোটা স্পেন। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দেশের এক রাজকুমারী। ৮৬ বছর বয়সি ওই রাজকুমারীর নাম মারিয়া টেরেসা। তিনি বোরবন পারমার রাজবংশের সদস্য ছিলেন। মৃত রাজকুমারী স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠের দূর সম্পর্কের বোন হন। আরানজুয়েজের ডিউক এবং মৃতের ভাই রাজকুমার সিক্সটো এনরিকে ফেসবুকে এই খবর জানিয়েছেন। তবে স্পেনের রাজার বংশধর হলেও রাজকুমারী মারিয়া টেরেসা প্যারিসে মারা গিয়েছেন।স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠেরও করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছিল। যদিও পরীক্ষার ফল নেগেটিভ আসে। রাজকুমারী মারিয়া ফ্রান্সেই পড়াশোনা করেছেন। প্যারিসেই তিনি অধ্যাপনা করতেন। মাদ্রিদের একটি বিশ্ববিদ্যালয়েও সমাজতত্ত্ব নিয়ে পড়াতেন তিনি। তিনি সমাজসেবার সঙ্গেও যুক্ত ছিলেন। বরাবরই চাঁচাছোলা কথা বলতে ভালবাসতেন। সেই কারণ 'রেড প্রিন্সেস' নামে জনপ্রিয় ছিলেন তিনি। শুক্রবারই মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।করোনা ভাইরাস সংক্রমণে স্পেনে এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪ হাজার।