সর্বশেষ সংবাদ >>

কোভিডের কারণে অনাথ হওয়া শিশুদের পড়াশোনার ভার নিল দিল্লির সরকার।

T24x7 প্রতিনিধি18/05/2021ত্রিপুরা

কোভিডের কারণে অনাথ হওয়া শিশুদের পড়াশোনার ভার নিচ্ছে দিল্লি সরকার। মঙ্গলবার এ কথা ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শুধু তাই নয়, সংসারের একমাত্র উপার্জনকারীর কোভিডে মৃত্যুতে ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি। কেজরীবাল বলেন, "পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু হলে প্রতি মাসে সেই পরিবারকে আড়াই হাজার টাকা পেনশন দেওয়া হবে। যে সব পড়ুয়ার বাবা-মা দু’জনই কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তারাও আড়াই হাজার টাকা করে পেনশন পাবে তাদের ২৫ বছর বয়স পর্যন্ত। তাদের পড়াশোনার খরচও চালাবে দিল্লি সরকার।"