সর্বশেষ সংবাদ >>

চলে গেলেন রাজ্যসভার সাংসদ ও সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ।

T24x7প্রতিনিধি01/08/2020ত্রিপুরা

দীর্ঘ রোগভোগের পর আজ মৃত্যু হল রাজ্যসভার সাংসদ ও সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহের।মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। উনার স্ত্রী ও দুই মেয়ে বর্তমান।গত কয়েকমাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে অমরের চিকিৎসা চলছিল। সেখানেই আজ মৃত্যু হয় উনার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অমর সিংকে আইসিইউ-তে রাখা হয়েছিল।মৃত্যুর সময় পরিবারের লোকজন হাসপাতালে ছিলেন।

সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিংহ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অমর সিং। তবে ২০১০ সালের শুরুতেই তিনি সপা-র সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন।পরে দল থেকে বহিষ্কার করেন মুলায়ম এবং নিজের দল গড়েন অমর। তবে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি।বলিউডে অবাধ যাতায়ত ছিল অমর সিং এর। গভীর বন্ধুত্ব ছিল বচ্চন পরিবারের সাথে।