সর্বশেষ সংবাদ >>

চার ঘন্টা ধরে পরে রইলো এক ব্যাক্তির মৃতদেহ, করোনা সন্দেহে হাত দিল না কেউ।

T24x7 প্রতিনিধি21/05/2021ত্রিপুরা

গুর্খাবস্তী নতুন পল্লীতে রাস্তার পাশে চার ঘন্টা ধরে পরে রইলো এক ব্যাক্তির মৃতদেহ। করোনা সন্দেহে হাত দিল না কেউ। জানাযায় মৃত ব্যাক্তির নাম  পরিমল আচার্যী। খবর পেয়ে পুলিশ এবং দমকল আসলেও করোনা ভয়ে হাত মৃতদেহে হাত দিচ্ছিল না তারা। এমনকি পরিবারের লোকও করোনার ভয়ে হাত গুটিয়ে বসে ছিলেন। দমকল বাহিনী ঘন্টা খানেক দাড়িয়ে চলে যায়। মৃত দেহ পড়ে থাকে রাস্তায়।শেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে একটি অটো দিয়ে জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে ঐ ব্যাক্তির মৃত্যুর প্রকৃত কারন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বিরাজ করছে চাঞ্চল্য।