সর্বশেষ সংবাদ >>

চিনকে শুল্কের হার বাড়ানোর হুঁশিয়ারি আমেরিকার, পালটা বেজিং জানাল প্রস্তুত তারা

T24x7 প্রতিনিধি09/05/2019ত্রিপুরা

সামরিক শক্তিতে এগিয়ে বিশ্বের দুই মহা শক্তিশালী দেশ চিন ও আমেরিকা। দক্ষিণ চিন সাগর নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ তুঙ্গে। যে কোন সময় হতে পারে সংঘাত। তার উপর ক্রমেই বাড়ছে বাণিজ্যিক লড়াই। এমন পরিস্থিতিতে ফের একবার চিনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর হুঁশিয়াহরি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।টুইট করে ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চিনা পণ্যের উপর বর্ধিত হারে শুল্ক নির্ধারণ করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তাঁর অভিযোগ, অনৈতিক ব্যবসায় জড়িয়েছে চিন। বিশেষ করে প্রযুক্তির ও পেটেন্ট থাকা পণ্যের ক্ষেত্রে বেজিং আইনের ধার ধারে না। এদিকে চিন জনিয়েছে, বৃহস্পতিবার শুল্ক সংক্রান্ত বিবাদ নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসছেন তাদের প্রতিনিধি লিউ হে।বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকার মতো এত বড় বাজার হাত ছাড়া করতে চাইছে না চিন। তাই ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার পথ খুঁজতে মরিয়া শি জিনপিং প্রশাসন। তবে চিন সাফ জানিয়েছে শুল্ক যুদ্ধে পালটা মার দিতে মার্কিন পণ্যের উপরও কর চাপাতে দ্বিধা করা হবে না তারা।