সর্বশেষ সংবাদ >>

দুর্নীতির অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হল

T24X7 প্রতিনিধি18/07/2019 ত্রিপুরা

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। বৃহস্পতিবার লাহোরে ঢোকার মুখে তার গাড়ি থামিয়ে আব্বাসিকে গ্রেফতার করা হয়। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সাধারণ সম্পাদক এহসান ইকবাল।  প্রধানমন্ত্রী ইমরান খানের 'দায়বদ্ধতা' অভিযানে গ্রেফতার হওয়া হাই প্রোফাইল নেতাদের মধ্যে সাম্প্রতিকতম সংযোজন আব্বাসি। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৭-১৮ সালে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (এলএনজি) চুক্তি সই সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে।  পাক সুপ্রিম কোর্টের নির্দেশে মুসলিম লিগ প্রধান তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরিয়ে দেওয়ার পরে সেই পদে বসেন আব্বাসি। একবছর পরে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হলে শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। তাঁর ভাই তথা পঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকেও দুর্নীতির অভিযোগে গত অক্টোবর মাসে গ্রেফতার করা হয়। একই অভিযোগে আটক করা হয় শরিফ পরিবারের অন্যান্য কয়েক জন সদস্যকেও। দুর্নীতির অভিযোগ উঠেছে এহসান ইকবাল-সহ পাক মুসলিম লিগের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও। গত জুন মাসে প্রাক্তন পাক প্রেসিডেন্ট তথা পাকিস্তান পিপলস পার্টি প্রধান আসিফ আলি জারদারির বিরুদ্ধে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট কাজে লাগিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ আনে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। গত সপ্তাহে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম শরিফের বিস্ফোরক সাংবাদিক বৈঠকের পরে দুর্নীতির দায়ে অভিযুক্ত বিরোধী নেতাদের নিষিদ্ধ ঘোষণা করতে পাক সংবাদমাধ্যমকে নির্দেশ দিয়েছে ইমরান খান মন্ত্রিসভা