সর্বশেষ সংবাদ >>

ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার রাজধানী।

T24X7প্রতিনিধি21/04/2019TRIPURA

রবিবার সাতসকালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার পার্শ্ববর্তী এলাকা। শেষ পাওয়া বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। আহত বহু লোক। তবে এখনও নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০০ জন । নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক। রাজধানী কলম্বোয় মৃত্যু হয়েছে ৪৫ জনের, উত্তর কলম্বোর নেগোম্বর একটি গির্জায় বিস্ফোরণে মারা গিয়েছে ৬৭ জন এবং বাট্টিকালোয়ার একটি গির্জায় বিস্ফোরণে মৃত্য হয়েছে ২৫ জনের। যতটুকু খবর বাট্টিকালোয়ার একটি হোটেল ও চার্চে বিস্ফোরণ ঘটেছে। পাশাপাশি বিস্ফোরণ ঘটেছে সাংরি লা, সিনামোল গ্র্যান্ড ও কিংসবারি হোটেলে। এছাড়াও বিস্ফোরণ হয়েছে কোচ্চাইকাদের সেন্ট অ্যান্টনি চার্চে ও কাটুয়াপিট্টির সেন্ট সেবাস্টিয়ান চার্চে। রবিবার গির্জায় ইস্টার উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা হওয়ার কথা ছিল। ফলে গির্জাগুলি ছিল ভিড়ে ঠাসা। সকাল পৌনে নটা নাগাদ প্রথম বিস্ফোরণের খবর পাওয়া যায়।