করোনা কারফিউতে ফের একবার নিশি কুটুম্বের হানা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অফিসে। চোরের দল গতকাল রাত্রিতে ফেডারেশন অফিসের পেছন দিকে বাথরুমের জানালা ভেঙ্গে ঢুকে অফিসের আলমারি ভেঙ্গে কিছু জরুরী জিনিস বা কাগজপত্র নিয়ে যায় বলে দাবি করছেন ফেডারেশন অফিসের কর্মকর্তা সমর রায়।তিনি জানান এই অফিসে বসেন বিধায়ক আশীষ সাহা। উনার রুমে ও চোরের দল হানা দেয় এবং আলমারি ভেঙ্গে কিছু জরুরী জিনিসপত্র নিয়ে যায়। উনারা পুলিশকে জানিয়েছেন। পুলিশের তদন্তে আসল আপরাধী ধরা পড়বে বলে আশাবাদী ফেডারেশন কর্মীরা।