সর্বশেষ সংবাদ >>

পাকিস্তানের আর্থিক অনুদান আরও কমিয়ে দিল আমেরিকা।

T24X7 প্রতিনিধি17/08/2019 ত্রিপুরা

এমনিতেই আর্থিক টানাপোড়েনে চলছে পাকিস্তান। তার মধ্যে ফের ধাক্কা। আর্থিক অনুদান একধাক্কায় ৪৪০ মিলিয়ন ডলার কমিয়ে দিল আমেরিকা। পাক সংবাদমাধ্যমেই সেই খবর প্রকাশিত হয়েছে। ইমরান খানের ওয়াশিংটন সফরের তিন সপ্তাহ আগেই আমেরিকা এই সিদ্ধান্ত জানিয়ে দেয় পাকিস্তানকে। পাকিস্তান ও আমেরিকার মধ্যে ২০১০-এ এই আর্থিক অনুদান সংক্রান্ত চুক্তি হয়েছিল। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর পাকিস্তান আর্থিক অনুদান বাবদ পাবে ৪.১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩১,০০০ কোটি টাকা। কমানো পর এই অনুদানের মূল্য স্থির করা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালে পাকিস্তান এনহ্যান্সড পার্টনারশিপ এগ্রিমেন্ট বা পেপা চুক্তির ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক অনুদান লাভ করত পাকিস্তান। গত মাসে ইমরান খানের মার্কিন সফরে আসার সপ্তাহ তিনেক আগে পাক প্রধানমন্ত্রীকে এই অনুদান কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। প্রসঙ্গত, সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তানের তরফে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ না করায় মার্কিন প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর পাকিস্তানের উপরে আর্থিক কোপ বসায় আমেরিকা সরকার। বন্ধ করে দেওয়া হয় বিপুল পরিমাণ আর্থিক সাহায্য।