সর্বশেষ সংবাদ >>

পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।

T24x7 প্রতিনিধি30/05/2021ত্রিপুরা

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট। পশ্চিম জেলায় করোনা আক্রান্ত বেশি। তাই এই সময় কোভিড কে লাগাম পরাতে প্রত্যেক বাড়ী থেকে যেকোনো একজনকে টেস্ট করাতে হবে বাধ্যতামূলক।  যদি কোন বাড়ির কাউকে পজিটিভ পাওয়া যায় তাহলে পুরো বাড়ির সবাইকে টেস্ট করাতে হবে জানালেন সদর মহকুমা শাসক অসীম সাহা । আজ এই কর্মসূচীর শুভ সূচনা হলো যোগেন্দ্রনগর এলাকার ছাব্বিশ, সাতাশ এবং আটাইশ  নং ওয়ার্ডে। প্রত্যেকদিন প্রত্যেক ওয়ার্ড কে লক্ষ্য রেখে এই কর্মসূচির শুরু হয়েছে। এই কর্মসূচীর সূচনায় সদর মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন 13 প্রতাপগড় বিধানসভার বিধায়ক তথা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস।