সর্বশেষ সংবাদ >>

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং।

T24X7 প্রতিনিধি27/09/2020TRIPURA

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। রবিবার সকালে দিল্লিতে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সকাল ৬টা ৫৫ মিনিটে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। সে সময় প্রতিরক্ষা মন্ত্রকে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন যশবন্ত সিং। দেশের সবচেয়ে বেশি সময়ের সাংসদদের মধ্যে অন্যতম ছিলেন এই প্রয়াত যশবন্ত সিং। প্রতিরক্ষা মন্ত্রক ছাড়াও অর্থমন্ত্রক, বিদেশমন্ত্রকেরও দায়িত্ব ভালোভাবে সামলেছিলেন তিনি। ১৯৫০ ও ৬০ এর দশকে সেনাবাহিনীতে অফিসার হিসাবে কর্মরত ছিলেন যশবন্ত সিং। তবে রাজনীতিতে আসার পর থেকে সেনাবাহিনী ছেড়ে দিয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, যশবন্ত সিং প্রথমে সেনা হিসেবে এবং পরে দীর্ঘকাল রাজনীতির মধ্য দিয়ে দেশের সেবা করে গেছেন। অটলজি-র সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকে সুনামের সাথে দায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত। শোকপ্রকাশ করেন কেন্দ্রিয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি  লিখেন, ” প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা যশবন্ত সিং জি-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন দেশের সেবা করেছিলেন। তিনি নিজেকে একজন কার্যকরী মন্ত্রী ও সাংসদ সদস্য হিসাবে আলাদা করে পরিচিতি লাভ করেছিলেন। দক্ষতা এবং দেশের সেবার জন্য তাঁকে স্মরণ করা হবে। ” তাঁর পরিবারের প্রতিও শোকপ্রকাশ করেন তিনি। শোঁক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং-এর প্রয়াণে শোঁকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।