সর্বশেষ সংবাদ >>

বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।

T24x7 প্রতিনিধি22/05/2021ত্রিপুরা

সরকার বিদ্যুত গ্রাহকদের  সুবিধার্থে  বিদ্যুতের বিল প্রিপেইড সিস্টেম করে দিয়েছে  কেননা সাধারণ মানুষের  যাতে উপকার হয়। এই সুবিধা করতে গিয়ে দেখা গেল  সাধারণ মানুষের দুর্ভোগের  মাত্রা আরও বেড়ে গেছে। সরকারি হিসাবে বিভিন্ন ছুটির দিনে  বিদ্যুৎ অফিসের  কাউন্টার বন্ধ রয়েছে। ঠিক তেমনি একটি  দৃশ্য লক্ষ্য করা গেল  সেকের কোট বিদ্যুৎ অফিসে। আজ ছিল মাসের চতুর্থ শনিবার  তাই সমস্ত অফিস কাছারির সাথে  বিদ্যুৎ দপ্তর এর অফিস বন্ধ রয়েছে  এমনকি প্রিপেইড কার্ড রিচার্জ করার কাউন্টারও বন্ধ। আরে দিকে লক্ষ্য করা গেছে  সেকের কোট বিদ্যুৎ নিগাম অফিসে আজ সকাল 10 টা থেকে  অনেক গ্রাহক  হতাশ হয়ে ফিরে  চলে যাচ্ছে। গ্রাহকদের মধ্যে কেউ কেউ বলছে  আজ চতুর্থ শনিবার এবং আগামীকাল রবিবার  তাই এই দুই দিন  কাঠফাটা রোদে  গরমে কি করে এই দুই দিন কাটাবে। তাই সাধারণ মানুষ বলছে  বিদ্যুতের বিলের জন্য প্রি-পেইড সিস্টেম  যেহেতু সরকার চালু করেছে  মানুষের সুবিধার্থে  যদি  সেটা  অনলাইন কিংবা  অফিসের কাউন্টার  ছুটির দিনেও  খোলা রাখলে তাহলে  গ্রাহকদের জন্য আরও সুবিধা হবে। সেকের কোট বিদ্যুৎ নিগাম অফিসে এসে  ফিরে যাওয়া দুইজন গ্রাহক  সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন  রাজ্য সরকার যেন  বিদ্যুতের বিলের ব্যাপারটি  যেন অনলাইনে করে দেওয়া হয়  অথবা  ছুটির দিনেও যেন বিদ্যুৎ অফিসের  কাউন্টার খোলা রাখার  ব্যবস্থা করেন। এতে বিদ্যুৎ গ্রাহকদের  অনেকটাই উপকার হবে।