সর্বশেষ সংবাদ >>

বাজারে বৈদ্যুতিন আলোর যোগান থাকলেও এখনো মানুষ চিরাচরিতভাবে মাটির প্রদীপ এর দিকে ঝুঁকে আছেন ।

T24X7 প্রতিনিধি30/10/2020TRIPURA

সামনে আসছে আলোর উৎসব দীপাবলি। আর এই দীপাবলিতে আলোকিত করতে বাজারে বৈদ্যুতিন আলোর যোগান থাকলেও এখনো মানুষ চিরাচরিতভাবে মাটির প্রদীপ এর দিকে ঝুঁকে আছেন । চাহিদা আগের তুলনায় কিছুটা কম হলেও মাটির প্রদীপ তৈরি কাজে নিয়োজিত শিল্পীরা। তাদের বক্তব্য বৈদ্যুতিন আলো মাটির প্রদীপের চাহিদা কিছুটা কমিয়েছে। আগে মাটির প্রদীপ তৈরি করতেন প্রায় ৫ লক্ষ। বর্তমানে চাহিদা অনুযায়ী তৈরি করেন  মাত্র দেড় লক্ষ। মাটির প্রদীপ তৈরি করেই সংসার চালান ইন্দ্রনগর মৃৎশিল্পী রঞ্জিত রুদ্র পাল। তবে তিনি জানান মাটির প্রদীপ তৈরির পাশাপাশি দইয়ের ভারও  তৈরি করেন। বর্তমানে বৈদ্যুতিন আলোর বিক্রির ক্ষেত্রে কিছুটা  বিধি নিষেধ আশায় এবছর মাটির প্রদীপ অতিরিক্ত ৫০ হাজার বানাতে পেরেছেন তিনি। কিন্তু তার পরেও আশানুরূপ বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি।