সর্বশেষ সংবাদ >>

বিদ্যুৎ বিল জমা না করলে আগামী তিন মাস পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিণ্ন করা হবে না জানালেন ত্রিপুরা বিদ্যুৎ আয়োগের অধ্যক্ষ।

T24x7 প্রতিনিধি05/04/2020ত্রিপুরা

কোন কারণে বিদ্যুৎ বিল জমা না করলে আগামী তিন মাস পর্যন্ত কোন ভোক্তার বিদ্যুৎ সংযোগ ছিণ্ন করা হবে না। এই নিয়ে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানান ত্রিপুরা  বিদ্যুৎ আয়োগের অধ্যক্ষ রাধা কৃষ্ণ। তবে যারা অন লাইনে বিল দিতে সক্ষম তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করার আহ্বান জানান তিনি। যাতে করে পরিষেবা দিতে ব্যয়ের টাকা প্রদান করা যায়। রাজ্য সরকার ১০৮ বিদ্যুৎ আইনে একটি নির্দেশিকা দিয়েছে যে কোভিড- 19 অনুযায়ী যাতে করে কোন সমস্যা না হয়। তাই নির্দেশ দেওয়া হয়েছে কোভীড -19 সংক্রান্ত বিষয় যতদিন ধরে চলবে তত দিন যাতে বিদ্যুৎ পরিষেবা সকলকে প্রদান করা হয়। বিদ্যুৎ বিলের জন্য মিটার রিডিং নিতে কেউ ভোক্তাদের  বাড়ি যাবেনা। এই সময়ে কেউ বিদ্যুৎ বিল দিতে না পারলে তার ৫০ শতাংশ পেনাল্টি দিতে হবে না। সমগ্র ভারতের প্রথম তিন রাজ্যের মধ্যে ত্রিপুরা অন্যতম। যেই রাজ্য তার সাড়ে আট হাজার ভোক্তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।