সাবরুম মহাকুমার আদালত এর উদ্বোধন ভার্চুয়ালি উদ্বোধন পর ব্ল্যাক ফাঙ্গাস এবং আইপিএফটির ডাকা বনধ নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, কোন রোগ আসবে কোনটা যাবে সেটা সরকার বা জনতা ঠিক করতে পারেনা। আপামর ত্রিপুরাবাসী সেটাকে মোকাবিলা করবে। করোনার প্রথম ঢেউ মানুষ প্রতিরোধ করেছে এখনও করবে নিশ্চিত। সেটা ব্ল্যাক ফাঙ্গাস হউক আর করোনা। তিনি জনগনের কাছে আবেদন জানান সরকারের বিধিনিষেধ গুলো মেনে চলার জন্য। এদিকে করোনার ডাবল মিউট্যান্ট রাজ্যে বিস্তার লাভ করছে কী না, তা নিয়ে মুখ খুলছে না স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান তিনি এক্সপার্ট নন। এই বিষয়ে সঠিক তথ্য ডাক্তার বা এই বিষয়ে বিশেষজ্ঞরা দিতে পারবেন। অপরদিকে আইপিএফটির বনধ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এমনিতে করোনা কালে সব কিছু বন্ধ। বিজেপি দল বনধ কালচারের বিরুধী। আর আইপিএফটি সরকারে সহযোগী দল। এই জোট সরকারের একটাই লক্ষ্য ত্রিপুরার উন্নয়ন।