সর্বশেষ সংবাদ >>

মার্কিন নির্বাচন দোড়গোড়ায়, ডেমোক্র্যাটদের তরফে বিবেচিত হয়েছে কমলা হ্যারিসের নাম।

T24x7প্রতিনিধি13/08/2020ত্রিপুরা

মার্কিন নির্বাচন দোড়গোড়ায়। নভেম্বরের এই মহারাজনৈতিক সমারোহ নিয়ে গোটা আমেরিকা উত্তেজনার ফুটতে শুরু করে দিয়েছে। এমন এক পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের তরফে বিবেচিত হয়েছে কমলা হ্যারিসের নাম। এদিকে ভারতীয় বংশোদ্ভূত কমলাকে নিয়ে তাঁর কাকার স্মৃতি চারণায় একাধিক বিষয় উঠে এল। ভাইঝির কথা এক ভারতীয় সংবাদমাধ্যমকে এদিন জানান কমলার কাকা বালাচন্দ্রন। কমলার কাকা জানান, চিরকালই কমলা মানাবাধিকারকে ভারতীয় হওয়ার আবেগের থেকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। পাশাপাশি বালাচন্দ্রনের দাবি, কমলা  একজন সেনেটার হিসাবে এরাই ভারত-মারকিন সম্পর্ককে ঘুরিয়ে দিতে পারবেন না, যদি তিনি জেতেনও। তবে মানবাধিকার ও জনতার অধিকার কমলার কাছে চিরকালই গুরুত্বের। তবে তাঁর আশা কমলা মার্কিন নির্বাচনে বড় ছাপ ফেলবেন। কমলার পরিবারের সকলে সেই ছোট্ট কমলাকেই মনে করে চলেছেন। উল্লেখ্য, কমলার মা শ্যামলা গোপালন ১৯ বছর বয়সে মার্কিন মুলুকে পাড়ি দেন। গানে নিজের কেরিয়ার গড়তেই সেখানে যান শ্যামলা তারপর জ্যামাইকার বাসিন্দা ডোনাল্ড হ্যারিসের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর কোল আলো করে আসেন কমলা। যাঁকে নিয়ে স্বপ্ন দেখে গোটা পরিবার।