সর্বশেষ সংবাদ >>

রোহিঙ্গাদের জন্য আলাদা দেশ : বিতর্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

T24X7 প্রতিনিধি28/07/2019 ত্রিপুরা

এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করলেন। প্রবীণতম রাষ্ট্রপ্রধান তথা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরাসরি রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করলেন। তাঁর মন্তব্যে প্রবল আলোড়ন ছড়িয়েছে। ৯৪ বছরের মাহাথির বিন মহমম্দ এর আগেও রোহিঙ্গা সমস্যা নিয়ে মুখ খুলেছেন। তিনি তুরস্ক সফর করছেন। সেখানকার সংবাদ মাধ্যমের কাছে রোহিঙ্গা সমস্যা নিয়ে নিজের মন্তব্য জানান। মাহাথির মহম্মদের দাবি নিয়ে আন্তর্জাতিক মহল সরগরম।    বিশ্বের অন্যতম বড় শরণার্থী গোষ্ঠীকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি আবারও উত্তপ্ত। রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যায় জর্জরিত হচ্ছে বাংলাদেশ, ভারত। ২০১৭ সাল থেতে মায়ানমারের রাখাইন প্রদেশ তীব্র জাতিগত সংঘর্ষে রক্তাক্ত। সেখান থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশের চট্টগ্রামে ঢুকে পড়ে। শরণার্থীর সংখ্যা কম করেও ১০ লক্ষ। তাদের জন্য বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবির তৈরি করা হয়েছে।বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরাতে চাইলেও মায়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে গড়িমসি করছে বলে অভিযোগ। রাষ্ট্রসংঘ বারে বারে মায়ানমারকে সতর্ক করেছে। অভিযোগ, রাখাইন প্রদেশে বর্মী সেনাবাহিনী সংঘর্ষ রুখতে অভিযান চালায়। সেই অভিযানেই লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ে। মায়ানমারের সেনা গণহত্যা ও গণধর্ষণে অভিযোগ করে রোহিঙ্গারা। এই রোহিঙ্গাদের হয় নাগরিকত্ব দেওয়া হোক। অথবা মায়ানমারের রাখাইন প্রদেশে পৃথক রাষ্ট্র গঠন করে তাদের থাকার সুযোগ দেওয়া হোক। এমনই বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। তিনি বলেন, মালয়েশিয়া যদিও কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে মায়ানমারের রাখাইন প্রদেশে যেখানে গণহত্যা চালানো হয়েছে তাই বিষয়টিতে হস্তক্ষেপ করা জরুরি।