সর্বশেষ সংবাদ >>

শ্রীলঙ্কায় হামলার কথা স্বীকার করে ভিডিও বার্তা দিয়ে নিজের জীবিত থাকার প্রমান দিলেন আইএস নেতা বাগদাদি

T24x7 প্রতিনিধি30/04/2019ত্রিপুরা

গত পাঁচ বছরে একাধিক বার তার মৃত্যুর খবর এসেছে। কখনও আবার রকেট হামলায় জখম বলে শোনা গিয়েছে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আবির্ভাব ঘটল কুখ্যাত সন্ত্রাসী আবু বকর আল বাগদাদির। জঙ্গি সংগঠন আইএস-এর তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতেই বেশ বহাল তবিয়তে দেখা দিয়েছে বাগদাদি। মার্কিন যৌথ বাহিনীর বোমা বর্ষণে সিরিয়ায় আইএস-এর খিলাফত্ যখন ধসে পড়েছে, সেই সময় সহ-জঙ্গিদের মনোবল বাড়াতেই তার ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র।

আইএস-এর আল ফুরকান সংবাদমাধ্যমের তরফে সোমবার ওই ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়। তাতে মার্কিন যৌথবাহিনীর হানায় নিহত এবং কারাবন্দি জঙ্গিদের হয়ে প্রতিশোধ নেওয়ার বার্তা দেয় বাগদাদি। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কায় ধারাবহিক বিস্ফোরণ নিয়েও মন্তব্য করে সে।  গত কয়েক বছরে ইরাকের মসুল, সিরিয়ার রাক্কা, আলেপ্পো-সহ একে একে নিজেদের দখলে থাকা সব এলাকাই হাতছাড়া হয়েছে আইএস-এর। মার্কিন যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত মাসে হাতছাড়া হয়েছে আবু কামাল জেলার বঘুজ শহরটিও। তার বদলা নিতেই শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে বলে জানায় সে। বাগদাদি বলে, "আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে আইএস সদস্যদের ক্ষতে প্রলেপ লাগিয়েছে শ্রীলঙ্কায় তোমাদের ভাইয়েরা। বঘুজে আমাদের রক্তক্ষয়ের বদলা নিয়েছে।"তবে বঘুজ হাতছাড়া হলেও, লড়াই চলবে বলেও সমর্থকদের বার্তা দেয় বাগদাদি।এর পাশাপাশি, মালির বুরকিনা ফাসো জঙ্গি সংগঠনের সঙ্গে আইএস হাত মিলিয়েছে বলেও ঘোষণা করে বাগদাদি।