বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
গত পাঁচ বছরে একাধিক বার তার মৃত্যুর খবর এসেছে। কখনও আবার রকেট হামলায় জখম বলে শোনা গিয়েছে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আবির্ভাব ঘটল কুখ্যাত সন্ত্রাসী আবু বকর আল বাগদাদির। জঙ্গি সংগঠন আইএস-এর তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতেই বেশ বহাল তবিয়তে দেখা দিয়েছে বাগদাদি। মার্কিন যৌথ বাহিনীর বোমা বর্ষণে সিরিয়ায় আইএস-এর খিলাফত্ যখন ধসে পড়েছে, সেই সময় সহ-জঙ্গিদের মনোবল বাড়াতেই তার ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র।
আইএস-এর আল ফুরকান সংবাদমাধ্যমের তরফে সোমবার ওই ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়। তাতে মার্কিন যৌথবাহিনীর হানায় নিহত এবং কারাবন্দি জঙ্গিদের হয়ে প্রতিশোধ নেওয়ার বার্তা দেয় বাগদাদি। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কায় ধারাবহিক বিস্ফোরণ নিয়েও মন্তব্য করে সে। গত কয়েক বছরে ইরাকের মসুল, সিরিয়ার রাক্কা, আলেপ্পো-সহ একে একে নিজেদের দখলে থাকা সব এলাকাই হাতছাড়া হয়েছে আইএস-এর। মার্কিন যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত মাসে হাতছাড়া হয়েছে আবু কামাল জেলার বঘুজ শহরটিও। তার বদলা নিতেই শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে বলে জানায় সে। বাগদাদি বলে, "আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে আইএস সদস্যদের ক্ষতে প্রলেপ লাগিয়েছে শ্রীলঙ্কায় তোমাদের ভাইয়েরা। বঘুজে আমাদের রক্তক্ষয়ের বদলা নিয়েছে।"তবে বঘুজ হাতছাড়া হলেও, লড়াই চলবে বলেও সমর্থকদের বার্তা দেয় বাগদাদি।এর পাশাপাশি, মালির বুরকিনা ফাসো জঙ্গি সংগঠনের সঙ্গে আইএস হাত মিলিয়েছে বলেও ঘোষণা করে বাগদাদি।