সর্বশেষ সংবাদ >>

সামাজিক দূরত্বকে বিসর্জন দিয়ে কারফিউতে রাজধানী আগরতলায় চলছে পুলিশের নাকা চেকিং।

T24x7 প্রতিনিধি21/05/2021ত্রিপুরা

করুণা কারফিউর আজ ৫ম দিন।রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নাকা বসানো হয়েছে গাড়ি বাইক স্কুটি বিভিন্ন যানবাহন চেকিং করার জন্য। এই ছিল কারফিউর পঞ্চম দিনে রাজধানী আগরতলার চিত্র। পুলিশ প্রসাশন মানুষ্কে সুরক্ষিত রাখতে চেষ্টার ক্ষামতি রাখছে না। কিন্ত চেকিং  কাগজ পত্র এবং ফাইন আদায়ের সময় যে ভাবে সাধারন মানুষ একের গায়ের উপর আরেকজন দাড়িয়েছেন তাতে সামাজিক দূরত্ব শিকেয়। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রশ্ন পুলিশ যদি এই ভাবে সামাজিক দূরত্বকে বিসর্জন দিয়ে কাজ করে তাহলে করোনা আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যাবে। এতে যেমন পুলিশ প্রশাসনের কর্মীরা আক্রান্ত হবেন তেমনি সাধারণ মানুষের আক্রান্ত হবার ঝুঁকি থেকে যাচ্ছে। তাছাড়া রাজধানী আগরতলা শহরের বিভিন্ন অলিগলি গুলোতে অনেক গুলি দোকানপাট বিনা প্রয়োজনে খোলা রয়েছে হাফ শাটার করে হাফ দরজা বন্ধ করে। সেই বিনা প্রয়োজনে খোলা দোকানপাট গুলো বন্ধ করতে পুলিশ প্রশাসনের সেই রকম ভূমিকা দেখা যাচ্ছে না।