সর্বশেষ সংবাদ >>

"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।

T24x7 প্রতিনিধি30/05/2021ত্রিপুরা

সারা দেশ জুড়ে চলছে করোনা পরিস্থিতি। তাই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে কার্যকর্তারা কোন ধরনের কর্মসূচি গ্রহণ করে নি। এই মুহূর্তে কার্যকর্তারা মানুষের স্বার্থে বিশেষভাবে দায়িত্ব পালন করে চলেছে এবং একটি কমিটি গঠন করে প্রত্যেকটি বিধানসভা এলাকাগুলিতে কার্যকর্তারা মানুষের কাছে যাচ্ছে। মানুষের অভাব অভিযোগ শুনে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন সরকার বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে বিভিন্ন  পদক্ষেপ গ্রহণ করছে। কোন ধরনের ঘাটতি রাখা হচ্ছে না। পাশাপাশি কেন্দ্রের  সরকার সবগুলি সিদ্ধান্ত মানবিক দৃষ্টি কোন থেকে দেখছে। তাই এদিন প্রেস কনফারেন্স থেকে তিনি নরেন্দ্র মোদি সরকারকে  শুভেচ্ছা জানান। রাজ্যে  বিরোধীরা সামাজিক কর্মসূচি পালন করতে পারছে না সেই অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসের ঘটনায় বিজেপি অভিজ্ঞ নয়। সিপিআইএম সন্ত্রাসের ঘটনায় অভিজ্ঞ। তারা যদি বলে তারা সামাজিক কর্মসূচি করতে পারছে না তাহলে তারা পুলিশের সহযোগিতা নিতে পারে। প্রয়োজনে শাসক দলের কর্মীরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত বলে এদিন তিনি জানান। কারণ ভারতের জনতা পার্টির রাজনীতি মানে বুঝে সেবা করা।