সর্বশেষ সংবাদ >>

হাফিজ সৈয়দ ও মাসুদ আজারের সাথে সরাসরি যোগ থাকায় ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান সরকার

T24x7 প্রতিনিধি12/05/2019ত্রিপুরা

আন্তর্জাতিক চাপ তো ছিলই তার সাথে ইমরান খান নিজেকে যে ভাবে "শান্তির দূত" হিসেবে তুলে ধরেছেন, সে কথার প্রমাণ দিতেও কিছু করে দেখানোর প্রয়োজন ছিল। শেষমেশ তাই দেশের ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান সরকার। দাবি, এই সংগঠনগুলির সাথে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির। যার মধ্যে রয়েছে হাফিজ সইদের জামাত-উদ-দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন এবং মাসুদ আজহারের জইশ-ই-মহম্মদ।পাক অভন্ত্যরীণ মন্ত্রকের নিয়ন্ত্রনাধীন ন্যাশনাল কাউন্টার টেররিসম অথরিটি নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ঘোষণা করে যে ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার, তার সাতটির সঙ্গে যোগ রয়েছে জামাত-উদ-দাওয়ার। গত মার্চেই হাফিজ সইদের জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়ত-সহ ৭০টি সংগঠনকে নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করেছে পাক সরকার।এই ১১টি সংগঠনের সবকটিই লাহোরে অবস্থীত। নাম আল-আনফাল ট্রাস্ট, ইদারা খিদমাত-ই-খালাক, আল-দাওয়াত উল ইরশাদ, মসকস্ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, আল-মেদিনা ফাউন্ডেশন, মাজ-বিন-জাবেল এডুকেশন ট্রাস্ট এবং আল-হামাদ ট্রাস্ট। জইশের সঙ্গে সম্পর্ক থাকায় গত শুক্রবারই ভাওয়ালপুরের আল-রেহমত ট্রাস্ট ও করাচির আল-ফুরকান সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক সরকার।ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যে যতই সরকার সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করুক, তারা তত্‍ক্ষণাত্‍ নিজেদের নাম বদলে ফেলে ফের জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়ে যায়।