সর্বশেষ সংবাদ >>

হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।

T24x7 প্রতিনিধি30/05/2021ত্রিপুরা

মেলার মাঠ ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরে এসে বিরোধী দলনেতা সরকারের ব্যার্থতাকে তুলে ধরলেন এদিন। তিনি বলেন, সরকারের অপদার্থতায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। অতিমারিতে রক্তদান শিবির করে তা ব্লাড ব্যাঙ্কে রক্ত রাখার ব্যবস্থা করা উচিৎ। কিন্তু সেই উদ্যোগ সরকার নিচ্ছে না। পুরোটাই উল্টো হয়ে যাচ্ছে। আই জি এম হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ করেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিকে তিনি রাজ্যে নানা স্থানে পার্টি কর্মী সহ নির্বাচন এর পরবর্ত্তী সন্ত্রাস নিয়ে মুখ খুলেন। তিনি বলেন শাসক ঈর্শাকাতর হয়ে বাম যুব কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনছে। সরকার এর যে কাজ করার কথা ছিল সেই কাজ ছাত্র যুব নিজেরা করছে। তাই শাসক দল আক্রমণ নামিয়ে আনছে। শাসক নিজে ভালো কাজ করছে না তাই অন্যদের কাজ করতে দেওয়া হচ্ছেনা। এইগুলো অমানবিক ঘটনা বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা মানিক সরকার।