সর্বশেষ সংবাদ >>

২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন টিকার পরীক্ষা শুরু করতে চলেছে ভারত বায়োটেক।

T24x7 প্রতিনিধি18/05/2021ত্রিপুরা

দেশে প্রাপ্তবয়স্কদের জন্য কোভিড টিকা তৈরি হলেও এখনও পর্যন্ত কোনও সংস্থা শিশুদের জন্য এই টিকা তৈরী করনি। তবে এ বার শিশুদের জন্য সেই প্রস্তুতি শুরু করে দিল কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। নীতি আয়োগ সদস্য ভিকে পাল মঙ্গলবার জানিয়েছেন, ২-১৮ বছর বয়সিদের জন্য টিকার দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই।পাল বলেন, “আমাকে জানানো হয়েছে এই পরীক্ষা আগামী ১০-১২ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।” ভারত বায়োটেক এবং আইসিএমআর-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভ্যাক্সিন। দেশে যে দু’টি টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে একটি হল এই কোভ্যাক্সিন। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন কোভিডের নতুন প্রজাতির বিরুদ্ধে এই টিকা যথেষ্ট কার্যকর বলেও দাবি করা হয়েছে।