ত্রিপুরা রাজ্যের সাহিত্যের গতানুগতিক ভাবে চলে আসা গল্প চুরমার করে এক নতুন সূর্যের উদয় ঘটালো কবিতা পত্রিকা দৈনিক বজ্রকন্ঠ। এক অবিশ্বাস্য স্বপ্নের উড়ান। যা কেবল কল্পনার জগতে স্থান দেওয়া সম্ভব।আর তা কল্পনা জগতে বেঁধে না রেখে বাস্তবায়িত করে দেখিয়েছেন রাজ্যের তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ। রাজেশের সম্পাদনায় কবিতা পত্রিকা দৈনিক বজ্রকন্ঠ নিরবচ্ছিন্ন ভাবে ৬০০ তম সংখ্যা প্রকাশ করে ইতিমধ্যে তোলপাড় ফেলে দিয়ে বিশ্ব সাহিত্যে। আর এই ৬০০ তম সংখ্যা প্রকাশের মধ্য দিয়েই অনলাইনের পাশাপাশি শুরু হয়ে গেল দৈনিক মুদ্রণ। যা কিনা সম্পাদকের দুঃসাহস ছাড়া আর কিছুই নয়, মত রাজ্যের গুণী মহলের।উল্লেখ্য, বিশ্ব সাহিত্যে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন এই তরুণ কবি। বিশ্ব সাহিত্যে লাগাতর এতদিন ধরে কবিতা পত্রিকা প্রকাশের নজির আর কোথাও নেই।গতবছর ২৬ জানুয়ারিতে দৈনিক বজ্রকন্ঠ প্রথম সংখ্যা প্রকাশিত হয় । ১৭ সেপ্টেম্বর প্রকাশিত হল পত্রিকাটির ৬০০ তম সংখ্যা। সংখ্যাটি সেজে উঠেছে মুজিব ইরম,প্রভাত চৌধুরী,সুমন গুণ,সুবীর সরকার,বিপ্লব গঙ্গোপাধ্যায়,চন্দ্রিমা দত্ত,সানি সরকার,গিরীশ গৈরিক,অর্থিতা মণ্ডল,নীলাদ্রি দেব,মনোনীতা চক্রবর্তী, অমলকান্তি চন্দ-এর কবিতায়।দেশ বিদেশের নবীন কবিদের পাশাপাশি প্রবীন কবিরাও নিয়মিত লিখে চলছেন এই পত্রিকায়। পত্রিকাটি অনলাইনে পড়তে ক্লিক করতে পারেন https://dainikbajrokantho.blogspot.com সাইটে।