রবিবার বন্ধের দিনে ত্রিপুরার নেটিজেন্দের মাঝে ঘটে গেলো এক “নীরব বিপ্লব”। একযোগে কয়েকশো তরুন-তরুণী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এ পোস্ট করলেন একটি প্রকাশিতব্য বইয়ের প্রচ্ছদ।সকালে ফেসবুক খুলে অনেকেই বিস্মিত হয়ে যান এভাবে গণহারে একটি বইয়ের প্রচ্ছদ পোস্ট হতে দেখে। প্রথমদিকে অনেকেই ব্যাপারটা বুঝতে পারেন নি। কারন, একমাত্র কোন আন্দোলন ছাড়া এভাবে এতো অধিক সংখ্যায় নেত ব্যভারকারীদের মাঝে কোন একটি বিষয় নিয়ে মেতে উঠতে সচারচর দেখা যায় না। বিস্ময়ের ঘোর কাটিয়ে সবাই যখন বুঝতে পারলেন তখন সবার মনে আনন্দ দেখা দেয়। বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় এই লাইক, কমেন্ট, শেয়ার কোন একটি পোস্টের গ্রহনযোগ্যতার মাপকাঠি। খোঁজ নিয়ে দেখা যায়, ত্রিপুরার খ্যাতনামা প্রকাশন সংস্থা থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছেদ শনিবার বিকালে ফেসবুক এ প্রথম পোস্ট করেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী চারু পিন্টু। ঐদিন সন্ধ্যার পর থেকে ত্রিপুরার তারুন প্রজন্মের কবি, লেখকরা এটির পোস্ট করতে থাকেন।যা রবিবার রীতিমত ভাইরাল হয়ে যায়। এ ব্যাপারে নীহারিকার পাবলিশার্সের স্বত্বাধিকারী, তরুন প্রকাশক তীর্থঙ্কর দাসের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, ত্রিপুরার তরুন কবিদের কবিতা নিয়ে বইটি সংকলন করা হয়েছে। ২০১৮ বইমেলা উপঅলক্কে এটি প্রকাশিত হবে। তবে একটিমাত্র বইয়ে এটি সিমাবদ্ব থাকবে না। ত্রিপুরার সামগ্রিক সাহিত্য নিয়ে ধারাবাহিকভাবে এধরনের সংকলন আরও প্রকাশিত হবে। জানা যায়, ত্রিপুরার সাহিত্য-চর্চা এবং প্রকাশনা জগতে নীহারিকা পাবলিশার্সের এই উদ্যেগটি শুধু অভিনবই নয়, অভূতপূর্বও। আগ্রহীদের জন্য বলে রাখা ভালো যে বইটি নিয়ে রবিবার ত্রিপুরার নেটিজেনদের মাঝে উত্তেজনা চরমে উঠে সে বইটির নাম- ‘নীহারিকার নির্বাচিত ত্রিপুরার তরুনদের কবিতা’।