সর্বশেষ সংবাদ >>

নিজের রেকর্ড নিজেই ভাঙলো কবিতা পত্রিকা দৈনিক বজ্রকন্ঠ

T24x7 প্রতিনিধি09/06/2019ত্রিপুরা

বিশ্ব রেকর্ড গড়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে এগিয়ে চলছে রাজ্যের দৈনিক কবিতা পত্রিকা 'দৈনিক বজ্রকন্ঠ'। যা বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক মাইলফলক। পৃথিবীর ইতিহাসে দৈনিক বজ্রকন্ঠ একমাত্র দীর্ঘ স্থায়ী দৈনিক কবিতা পত্রিকা। এর আগে বিশ্ব সাহিত্যে টানা এতদিন ধরে কবিতা পত্রিকা প্রকাশের দৃষ্টান্ত আর কোথাও নেই। যে কয়েকটি দৈনিক কবিতা পত্রিকা প্রকাশিত হয়েছিল তা দীর্ঘ স্থায়ী হয়নি। কয়েকটি সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গে-ই বন্ধ হয়ে গেছে। বর্তমান সাহিত্য জগতে যেখানে বছরে হাতেগোনা ক'য়েকটি সংখ্যা প্রকাশ করতে সম্পাদকদের হিমশিম খেতে হচ্ছে, সেখানে একটি কবিতা পত্রিকা প্রতিদিন চালিয়ে যাওয়া দুঃসাহস ছাড়া কিছু নয়, মনে করছেন অনেকেই । সাহিত্যপ্রেমীরা এটিকে সম্পাদকের দুঃসাহস হিসেবেই দেখছেন।

ত্রিপুরার আগরতলা থেকে প্রকাশিত এই অনলাইন দৈনিক কবিতা পত্রিকাটির সম্পাদক এই রাজ্যের-ই তরুণ,  কবি রাজেশ চন্দ্র দেবনাথ। গত বছর (২০১৮ সাল)  ২৬ জানুয়ারি 'দৈনিক বজ্রকন্ঠ' প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এরপর নিয়মিতভাবে এই কবিতা পত্রিকা এখনও প্রকাশিত হয়ে চলছে প্রতিদিন। ৯ জুন ২০১৯ প্রকাশিত হল পত্রিকাটির ৫০০ তম সংখ্যা। এই সংখ্যায় কবিতা লিখেছেন ভারত ও বাংলাদেশে বসবাসকারী কবিরা। কবি প্রভাত চোধুরী, কবি সুবীর সরকার, কবি অর্থিতা মণ্ডল, কবি সানি সরকার,কবি বিশ্বরাজ ভট্টাচার্য, কবি তাহমিনা শিল্পী-এর কবিতায় অমূল্য হয়ে উঠেছে সংখ্যাটি। কবিতার পাশাপাশি বিভিন্ন সময় কবিতা বিষয়ক গদ্য ও তরুণ কবিদের কবিতা ভাবনায় পাঠকদের মন ভরিয়েছে পত্রিকাটি। সম্পাদক রাজেশ চন্দ্র দেবনাথ জানান, খুব অল্প কিছুদিনের মধ্যেই অনলাইনের পাশাপাশি এই পত্রিকাটির দৈনিক মুদ্রণ সংখ্যা পাঠকের হাতে পৌঁছে যাবে। তিনি আরও  বলেন, পত্রিকাটির সঙ্গে সকল অংশেক লেখক ও পাঠকরা জড়িয়ে আছেন। ওঁরা আমাদের পত্রিকার প্রতিদিন এগিয়ে চলার পথটিকে সুন্দর করে চলছেন । আগামী দিনে পত্রিকাটিতে বিভিন্ন ভাবনা-চিন্তার প্রকাশের মধ্যে দিয়ে নতুনত্ব নিয়ে আসার চিন্তা ভাবনা চলছে। পাঠকরা পত্রিকাটি পড়তে ক্লিক করতে পারেন :  dainikbajrokantho.blogspot.com