সর্বশেষ সংবাদ >>

রেকর্ড করে এগিয়ে চলছে রাজ্যের কবিতা পত্রিকা।

T24X7 প্রতিনিধি30/10/2020TRIPURA

টানা এক হাজার দিন।প্রতিদিন নিয়ম করে প্রকাশিত হচ্ছে কবিতা পত্রিকা দৈনিক বজ্রকণ্ঠ। একদিনের জন্য থেমে থাকেনি দৈনিক বজ্রকণ্ঠ গতি ধারা।বরং বছরের পর বছর নতুনত্ব এনে বাংলা সাহিত্যের অনন্য স্থান দখল করে নিয়েছে এই কবিতা পত্রিকাটি। তরুণরাই বাংলাসাহিত্য যুগ যুগ ধরে প্রাণ সঞ্চার করছে। সাহিত্য সাধনায় এই তরুণরাই বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরছে। এই তরুণ দের হাত ধরেই ছোট পত্রিকা সংখ্যা দিন দিন বেড়ে চলছে।  দৈনিক বজ্রকন্ঠ তেমনি একটি দৈনিক কবিতা পত্রিকা। যা ইতিমধ্যে বিশ্ব রেকর্ড গড়ে তোলপাড় করে তুলেছে। ত্রিপুরা রাজ্য থেকে এই কবিতা পত্রিকাটি প্রকাশিত হয়।পত্রিকাটি সম্পাদক তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ। নিরবিচ্ছিন্ন ভাবে এক হাজার দিন ধরে এই কবিতা পত্রিকা প্রকাশ করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।বিশ্ব সাহিত্যের ইতিহাসে এই নজির আর নেই।  ২১ অক্টোবর প্রকাশিত হল দৈনিক বজ্রকন্ঠ এক হাজার তম সংখ্যাটি। সংখ্যাটি দেশ বিদেশের ২০৫ জন লেখকের লেখায় সেজে উঠেছে। সংখ্যাটিতে কবিতা লিখেছে ভারত ও বাংলাদেশের কবিরা। ২০১৮ সালের ২৬ জানুয়ারি এই কবিতা পত্রিকাটি প্রথম সংখ্যা প্রকাশিত হবার সাথে সাথে পাঠক মহলে সাড়া জাগিয়ে তুলে।সেই ধারাবাহিতা নিয়ে এখনো এগিয়ে চলছে পত্রিকাটি।কাটা তারের বেড়া টপকে ভারত বাংলাদেশের লেখক - পাঠকদের যেন এক সূত্রে বেধে দিয়েছে পত্রিকাটি।